শ্রী শ্রী মহানাম অঙ্গণের ৪৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও মন্ত্রী সুশান্ত চৌধুরী

2 Min Read
blood donation camp

শ্রী শ্রী মহানাম অঙ্গণের ৪৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান

শ্রী শ্রী মহানাম অঙ্গণের ৪৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়।।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা,মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। রাজধানী আগরতলার শ্রীশ্রী মহানাম অঙ্গনের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সাথে সাথে ব্যাপক উৎসাহের সাথে রক্তদান উৎসব আয়োজন করা হয়। এই রক্তদান উৎসবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।রক্তদান শিবির চত্বরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা সম্মিলিতভাবে রক্তদাতাদের উৎসাহিত করেছেন এবং আয়োজকদের এই মহান উদ্যোগ গ্রহণ করায় কৃতজ্ঞতা জানিয়েছেন।সংশ্লিষ্ট রক্তদান শিবির প্রাঙ্গনে রক্তদাতা থেকে শুরু করে আয়োজকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।এর আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা বরাবরের মতোই রক্ত দান কে সমাজের বিশেষ কাজ বা কর্তব্য বলে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে আহ্বান রাখতে গিয়ে দাবী করেন ধর্মীয় আচার আয়োজন এর মাধ্যমে ভগবানের প্রতি যেমন নিজেদের সমর্পিত রাখতে হবে ঠিক একই রকম ভাবে রক্তদানের মতো সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করে সমাজকে পাশে থাকার বার্তা দিতে হবে। মুখ্যমন্ত্রী রক্তদানের মত মহতি কর্মকাণ্ডকে শ্রেষ্ঠ কাজ বলে অভিহিত করতে গিয়ে সকলকে আগামী দিনেও রক্তদানের মত কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বানে রাখেন।এছাড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজের আলোচনায় রক্তদানের বিভিন্ন ইতিবাচক বিষয় তুলে ধরার পাশাপাশি রক্তদানের মাধ্যমে সমাজকে বলিষ্ঠ করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version