অতি সম্প্রতি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পরিচালিত কলেজ গুলোর ফলাফল প্রকাশিত হওয়ার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে প্রায় প্রত্যেকটা কলেজের মধ্যেই আশা অনুযায়ী ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হতে পারেনি যার পরিপ্রেক্ষিতে প্রথম থেকেই বিভিন্ন জায়গায় নানান প্রকারের নেতিবাচক ঘটনা ঘটে চলেছে। এরকমই এক ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলার অবলা চৌমুহনীতে বিভিন্ন কলেজের পড়ুয়ারা সম্মিলিতভাবে সড়ক অবরোধ করে বসে। স্বাভাবিকভাবেই এই অবরোধের পরিপ্রেক্ষিতে জনজীবনে দারুণভাবে প্রভাব তৈরি হয় এবং অবরো স্থলের দুই দিকে তীব্র যানজট তৈরি হয়, এর পাশাপাশি সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই প্রচন্ড ভোগান্তির মুখে পড়েন। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ছাত্র-ছাত্রীদের দাবি হচ্ছে তাদেরকে ফেল করিয়ে দেয়া হয়েছে এর পেছনে সঠিকভাবে পড়াশুনা না করানোর অভিযোগের পাশাপাশি পরিচালনগত ত্রুটির দিকে তারা আঙ্গুল তুলছেন কিন্তু একটা অংশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আন্দোলনের নামে ছাত্র-ছাত্রীরা চূড়ান্ত অভদ্রতা করে চলেছে। আজকেই শুধুমাত্র পাশের দাবিতে আন্দোলন হয়েছে ঘটনা তা না, এর আগেও এরকমের ঘটনা ঘটেছে এই পরিপ্রেক্ষিতে দাবি উঠছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।