অন‌লাইন ট্রেডিং‌য়ে অ‌ভিযুক্ত শা‌কির ও ইফজা‌লের বিরু‌দ্ধে লুক আউট নো‌টিশ জা‌রি করল ক‌রিমগঞ্জ পু‌লিশ।

1 Min Read

অনলাইন ট্রেডিংয়ের নামে প্রতারণা করে বহু জনগ‌নের মোটা অ‌ঙ্কের টাকা হা‌তি‌য়ে নেওয়া মহম্মদ শাকির এবং ইফজালের বিরুদ্ধে লুক আউট নোটিশ জা‌রি করল করিমগঞ্জ পুলিশ।অ‌ভিযুক্তরা ই‌তিম‌ধ্যে পা‌লি‌য়ে গা ঢাকা দি‌য়ে আ‌ছে।তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য সব‌দি‌কে প্রশাস‌নিক জাল বিছা‌নোর খবর পাওয়া গে‌ছে। উ‌ল্লেখ‌্য যে স্থানীয় বাখরশাল এলাকার মহাম্মদ শাকির ও ইফজাল সহ আরও কজন মি‌লে অনলাইন ট্রেডিং প্রতারণা করে অন্তত ৪০০ কোটি টাকা লুঠে নেওয়ার অভিযোগ উ‌ঠে‌ছে।তারা জনগণকে প্রতারণা করে রেঞ্জ রোভার,রুবিকন বিলাসী গাড়ি কি‌নে ঘুরা‌ফেরা কর‌ছিল।‌বিষয়‌টি নি‌য়ে শুরু‌তে কেহই পু‌লিশ‌কে না‌লিশ জানান‌নি ব‌লে প্রতারক‌দের জাল বিস্তার লাভ ক‌রে।প‌রে বিষয়‌টি পু‌লি‌শের নজ‌রে এ‌লে ৫৪৩/২০২৪ নম্ব‌রে এক‌টি মামলা রুজু করে তদন্ত আরম্ভ করেছে আসামের ক‌রিমগঞ্জ থানার পু‌লিশ।এই চ‌ক্রের না‌টের গুরুরা দস্তুর মত ট্রেনিং সেন্টার খু‌লে বেশ কিছু যুবক‌কে অনলাইন ট্রেডিং প্রতারনার প্রশিক্ষন দেবার চাঞ্চ‌্যল‌্যকর খবরও পাওয়া গে‌ছে।এ ম‌র্মে জেলা পু‌লি‌শের এএস‌পি জানান যে এই কা‌ন্ডে এক‌টি বড়সড় চক্র জ‌ড়িত থাকার খবর পাওয়া গে‌ছে।তা‌দের‌কে ধর‌তে পু‌লি‌শি অ‌ভিযান শুরু হওয়া‌তে ওরা পা‌লি‌য়ে আত্ম‌গোপন ক‌রে আ‌ছে।ত‌বে এ‌দের কাউ‌কে ছাড় দেওয়া হ‌বে না।

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version