বুধবার উদয়পুর হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের উদ্যোগে গোমতী জেলা শিক্ষা দপ্তরের আয়োজিত “কৃত্রিম বুদ্ধিমান : সম্ভাবনা এবং উদ্বেগ” বিষয়ের উপর গোমতি জেলা ভিত্তিক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ছোট্ট পটি গাছে জল দিয়ে শুভ সূচনা করেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা শিক্ষা অধিকর্তা বিকাশ নাথ, হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষিকা ইন্দিলা কর্মকার, জেলা শিক্ষা আধিকারিক ওএসডি গৌরাঙ্গ শুক্ল দাস সহ সাইন্স সেমিনারের বিচারক গণ ।বক্তব্য রাখতে গিয়ে উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার বলেন রাজ্যের ছাত্র ছাত্রীদের কল্যাণে রাজ্য সরকার কতৃক গৃহীত বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ অনুষ্ঠানের শেষে ছাত্র ছাত্রীদের তৈরি বিভিন্ন সেমিনার দেখেন উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা৷ এই বিজ্ঞান সেমিনারে জেলার ১৮ টি বিদ্যালয়ের ১৮ জন ছাত্র ছাত্রীরা জেলা ভিত্তিক বিজ্ঞান সেমিনারে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে৷ এদিন বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
More Popular from Planet Tripura
গণমাধ্যম জনগণের শক্তি