শুধু শব্দের পাশেই নয়,বন্যার্তদের পাশেও সৃষ্টি
প্রতিনিধি : বিলোনীয়া : শুধু গল্প কবিতা উপন্যাস কিংবা সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজদের বদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ালো সৃষ্টি সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা। আজ রবিবার সৃষ্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য কবি চন্দন পালের তত্ত্বাবধানে নিত্য প্রয়োজনীয় পণ্য ,শুকনো খাবার,বাসন,পঠন সামগ্রী,সব্জি, পানীয় জল,পরিধেয় বস্ত্র সহ বেশ কিছু ত্রাণ সামগ্রী নিয়ে সৃষ্টির একটি সৃজনশীল দল দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ ব্লকের রিয়াং বাড়ী,রামকিশোর পাড়া এবং সোনাইছড়ি এলাকার মগ পাড়ায় অবস্থানরত বন্যা কবলিত মানুষের কাছে গিয়ে তাঁদের হাতে তুলে দেন।একাত্ম হয়ে তাঁদের সাথে কুশল বিনিময় করেন। তাঁরা ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা। প্রকৃতির তান্ডবের কাছে হেরে যাওয়া মানুষের নির্মম পরিণতি ভারাক্রান্ত করে তোলে তাঁদের। কবি মাধুরী সরকার,কবি গোপাল বনিক ছাড়াও এই দলে ছিলেন সৃষ্টির সম্পাদক শ্রীমান দাস,শুভাকাঙ্ক্ষী রামু দত্ত,সুজয় দাস, প্রসেনজিৎ শীলশর্মা,গোপা চৌধুরী, সঞ্জয় চৌধুরী, স্পন্দন পালসহ অন্যান্যরা। সৃষ্টির সেবাপরায়ণ সদস্যদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন দুর্গতদের কেউ কেউ। আগামী দিনেও সৃষ্টির এহেন কর্মকান্ড জারী থাকবে বলে সৃষ্টির পক্ষ থেকে জানানো হয়।