রাবার চোরকে আটক করে জুতার মালা দিলো এলাকাবাসী ঘটনা মধুপুর | rubber Chor | Bishalgarh Madhupur | Tripura News

চোর আটক জুতার মালা গলায়

2 Min Read

রাবার চোর আটক জুতার মালা গলায় দিয়ে তুলে দিলো পুলিশের হাতে

দীর্ঘদিন যাবত এলাকার জনগণ তাদের যন্ত্রণায় অতিষ্ট হয়ে আছে। রাতের অন্ধকারে কিংবা দিনের বেলা বাড়ির জনগণের অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে রাবার সিট নিয়ে চম্পট দিচ্ছে চোরের দল। যার পরিপ্রেক্ষিতে এলাকার জনগণ দীর্ঘদিন যাবত সেই চোরের দলকে আটক করার জন্য ওত পেতে বসে থাকে। শেষ পর্যন্ত গত দুদিন পূর্বে দুইজন এলাকার জনগণ একত্রিত হয়ে একজন চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় সেই চোরের বাড়ি মতিনগর ফুলতলী এলাকায় তার বাবার নাম শহীদ মিয়া তার ছেলে সকলেই মেম্বার বলে পরিচিত। অন্যদিকে চোরের মূল মাস্টারমাইন্ড রণবীর দে কে আটক করার জন্য এলাকার জনগণ জড়ো হয়ে থাকে শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যা বেলা তাকে হাতেনাতে আটক করে খামারহাটি এলাকার জনগণ। ঘটনার বিবরণে প্রকাশ গত প্রায় কয়েক মাস যাবত মধুপুর থানাধীন খামারহাটি এলাকায় বিশ্বজিৎ দে, নারায়ণ রায়, অভিজিৎ বিশ্বাস, বিকাশ সরকার এবং সাধন বণিক সহ কয়েকজনের বাড়িতে প্রবেশ করে চোরের দল রাবার সিট নিয়ে পালিয়ে যাচ্ছে। রাবার বাগানের মালিকরা যখন তাদের সেই মূল্যবান রাবার শীট গুলি তৈরি করে বাড়ির মধ্যে রেখে দেই কিংবা রৌদ্রের মধ্যে শুকানোর জন্য রেখে যায় এমন সময় চোরের দল কখনো দিনের বেলা আবার রাত্রিবেলা সেগুলো নিয়ে চম্পট দিচ্ছে। শেষ পর্যন্ত গত দুইদিন পূর্বে এক চোরকে আটক করলেও অন্য চোরেরা পালিয়ে যাই। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা খামারহাটি এলাকার চোরের মূল মাস্টারমাইন্ড রণবীর দে বলে পরিচিত তাকে হাতেনাতে আটক করে। যদিও অন্যদিকে আরেক চোর নগরপাড়া এলাকার প্রসেনজিৎ ভান্ডারী ওরফে কুডু বাবার নাম সুবোধ ভান্ডারী তাকে আটক করতে পারেনি সেখান থেকে পালিয়ে যাই। অন্যদিকে রণবীর দে কে পুলিশের হাতে তুলে দেয় গণধোলাই এবং গলার মধ্যে জুতোর মালা পরিয়ে। এদিকে এলাকার জনগণের অভিযোগ তাদের যন্ত্রণায় এক প্রকার অতিষ্ঠ তাই প্রশাসনের নিকট দাবি রাখছে তাদের কঠোর শাস্তির।

 

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version