রাখী বন্ধন উৎসবে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করল বক্সনগর মন্ডল

2 Min Read

টুটে তো টুটুক —এই নশ্বর জীবন, তবু না ছিড়িবে কভু এ দৃঢ় বন্ধন

বক্সনগর প্রতিনিধি:১৯আগস্ট- সোমবার,বক্সনগর মন্ডলের মহিলা মোর্চার উদ্যোগে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সকাল ১০টা থেকে এক হৃদয়গ্রাহী রাখী বন্ধন উৎসব পালন করা হয়।উৎসবে উপস্থিত ছিলেন বক্সনগর মন্ডলের সভাপতি সুভাষ চন্দ্র সাহা এবং বিধায়ক তফাজ্জল হোসেন।

উৎসবের শুরুতে বক্সনগর মন্ডল অফিসে মহিলা মোর্চার দিদিরা বিধায়ক তফাজ্জল হোসেনকে রাখি পরিয়ে ভাইয়ের বন্ধনকে আরও দৃঢ় করেন। এরপরে একে একে সমস্ত কার্যকর্তাদেরও রাখি পরানো হয়, যা ভ্রাতৃত্বের বন্ধনকে আরো গভীর করে।

রাখী বন্ধন উৎসবের আয়োজন কেবল অফিসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না।বক্সনগর বাজারের সমস্ত দোকানে ও পথ চলতি মানুষসহ গাড়ি এবং বাইক থামিয়ে চালকদের রাস্তায় দাঁড় করিয়ে রাখি পরিয়ে মিষ্টি বিতরণ করা হয়। এভাবে উৎসবের মাধুর্য ছড়িয়ে পড়ে সমস্ত এলাকায়।এই রাখী বন্ধন উৎসব থেকে বাদ যায়নি বক্সনগর কর্মচারী সমিতিও।সমস্ত কর্মচারীরা ঐ দিন রাখিবন্ধন উৎসবে সামিল হয়।

এরপর, কলমচৌড়া থানার সমস্ত পুলিশ সদস্য ও ওসি নারীগোপাল দেবকেও রাখি পরানো হয়।বিশেষভাবে উল্লেখযোগ্য যে,বৃষ্টি ভিজে বক্সনগর বিওপির সীমান্ত রক্ষী জোয়ানদের রাখি পরিয়ে মিষ্টি ও লাড্ডু খাইয়ে ভাই-বোনের সম্পর্ককে আরও মধুর করে তোলা হয়।

অনুষ্ঠানে যে সমস্ত বোনেরা রাখি পরিয়ে ভাইদের সম্বোধন করেন, তাদের বিধায়কের পক্ষ থেকে সামান্য অর্থিক সহযোগিতা প্রদান করা হয়, যা উৎসবের সাফল্যকে আরও বাড়িয়ে তোলে।

এই রাখী বন্ধন উৎসবটি সত্যিই এক অনন্য উদাহরণ স্থাপন করেছে, যেখানে প্রচন্ড বৃষ্টি সত্ত্বেও বক্সনগরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, এবং সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে। বিধায়ক তফাজ্জল হোসেনের নেতৃত্বে এবং মহিলাদের আন্তরিক প্রচেষ্টায় এই উৎসবটি স্মরণীয় হয়ে থাকবে।

এ ধরনের উদ্যোগ শুধু উৎসবের আনন্দ বাড়ায় না, বরং সম্প্রদায়ের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধাবোধকেও সুদৃঢ় করে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version