পুজো শেষ, সাংগঠনিক দায়িত্বে ঝাঁপালেন বিপ্লব দেব, কলকাতায় বিজেপি কর্মসূচিতে যোগ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর :
দেবীর গমন এখনো হয়নি, শারদোৎসবের আমেজ এখনো বাঙালির মনে। কিন্তু এরই মাঝে রাজনৈতিক দায়িত্ব পালনে ঝাঁপিয়ে পড়লেন সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
শুক্রবারই কলকাতায় পৌঁছান তিনি। কলকাতা বিমানবন্দরে পৌঁছতেই পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দল তাঁকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সহ-প্রভারি পদে নিয়োগ করেছে। ফলে সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁকে আগামী দিনগুলোতে সক্রিয়ভাবে দেখা যাবে।
রাজনৈতিক মহলের মতে, বিপ্লব দেবের সাংগঠনিক দক্ষতা ও নির্বাচনী অভিজ্ঞতা বিজেপির পশ্চিমবঙ্গ সংগঠনে নতুন দিশা দিতে পারে। ত্রিপুরার রাজনীতিতে বিপ্লব দেব বহুবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন। তাঁর হাত ধরেই দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটেছিল। তবে পরবর্তীতে দলীয় অভ্যন্তরে সমালোচনা ও বিরোধিতার মুখেও বারবার নিজেকে প্রমাণ করেছেন।
হরিয়ানা, দিল্লীর দায়িত্ব সফলভাবে পালনের পর এবার পশ্চিমবঙ্গের দায়িত্ব পেয়েছেন তিনি। বিপ্লব দেব নিজেও বলেছেন, “দল আমাকে যে দায়িত্বই দিয়েছে, প্রাণপণ চেষ্টা করেছি তা সফল করতে। আগামীতেও সংগঠনের সেবায় অবিচল থাকব।”
এখন দেখার বিষয়, বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে কতখানি চ্যালেঞ্জ জানাতে পারেন সাংসদ বিপ্লব দেব।