
শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে দেশবন্ধু ক্লাবের উদ্যোগে ক্যানসার বিষয়ে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও আক্রান্ত হলে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পাশাপাশি ক্যানসারে আক্রান্ত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
দেশবন্ধু ক্লাবের পদাধিকারী প্রবীর বরন দাস ও সত্যব্রত সাহা জানান, শান্তির বাজারকে ক্যানসারমুক্ত শহর হিসেবে গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। এজন্য নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, দেশবন্ধু ক্লাবের দুই পদাধিকারী প্রবীর বরন দাস ও সত্যব্রত সাহা, সদস্য দেবাশীষ ভৌমিক, সজল দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
শান্তির বাজারের সাধারণ মানুষ দেশবন্ধু ক্লাবের এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
