দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’কে কে নিয়ে নিজের ব্যাক্তিগত সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করায় সোমবার রাতে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর জারুইলং বাড়ি এলাকা থেকে এক ব্যাক্তি’কে পুলিশ আটক করে। জানা গেছে, আটককৃত ওই ব্যাক্তির নাম তাজুল ইসলাম মিয়া (৩৯)। সে পেশায় একজন গাড়ির চালক।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করায় রাজ্যের সাইবার শাখা এবং তেলিয়ামুড়া থানার পুলিশ নড়ে চড়ে বসে। পরবর্তীতে, মহারানীপুর জারুইলং বাড়ি এলাকা থেকে পুলিশ তাজুল ইসলাম মিয়া নামের ওই ব্যাক্তিকে জালে তুলতে সক্ষম হয়। পুলিশ ওই ব্যাক্তিকে আটক করে জোরদার জিজ্ঞাসবাদ চালাচ্ছে