গোটা পৃথিবীতে ২৫৬৯ তম বুদ্ধ জয়ন্তী প্রতিপালিত হচ্ছে। একই রকমভাবে আমাদের রাজ্য ত্রিপুরাতে প্রতিবছরের মতো এবছরও বুদ্ধজয়ন্তী বা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ব্যাপক উৎসাহের বাতাবরণ। বরাবরের মতো এবারও আগরতলার কুঞ্জবনের বেনুবন বুদ্ধ বিহারে বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে সকাল থেকেই জাঁকজমকপূর্ণ আবহ। এই বিষয়ে বেনুবন বুদ্ধ বিহার কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে জগত সংসারের মঙ্গল কামনায় বরাবরের মতো এবারও বুদ্ধ জয়ন্তী প্রতিপালন করা হচ্ছে।
এখানে উল্লেখ করা প্রয়োজন বুদ্ধ জয়ন্তীকে সামনে রেখে কুঞ্জবনের বেনুবন বুদ্ধ বিহার কর্তৃপক্ষ ধর্মীয় আয়োজনের পাশাপাশি ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও সম্পাদন করেছে।
পাশাপাশি উল্লেখ করা প্রয়োজন বুদ্ধও জয়ন্তী উদযাপন উপলক্ষে বেনুবন বুদ্ধ বিহারে বিভিন্ন বয়সের বিভিন্ন ধর্মাবলম্বী নাগরিকদের বরাবরের মতো এবছরও ব্যাপক অংশগ্রহণ পরিলক্ষিত হচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে এই অংশগ্রহণের রীতিমতো উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতিতে পরিণত হবে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই।
বিশেষ করে ত্রিপুরা রাজ্যে এই সময়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত ধর্মীয় আচরণগুলো জনজীবনে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রভাব বিস্তার করে তার মধ্যে অন্যতম হচ্ছে এই বুদ্ধ জয়ন্তী উদযাপন
বুদ্ধ জয়ন্তী উদযাপন আগরতলার কুঞ্জবনের বেনুবন বুদ্ধ বিহারে
Leave a Comment