📰 কল্যাণপুরে ১৪ বছরের স্কুল ছাত্রের আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য
কল্যাণপুর, ২৯ এপ্রিল:
কল্যাণপুর থানার অন্তর্গত এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। ১৪ বছরের এক স্কুল ছাত্র নিজের বাড়িতেই আত্মহত্যা করেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও গভীর উদ্বেগ।
মৃত ছাত্রের পিতা জানান, পরিবারের মধ্যে কোনো বড় ধরনের ঝামেলা ছিল না। তবে স্বাভাবিকভাবেই অভিভাবক হিসেবে তাঁরা সন্তানকে ভালোভাবে মানুষ করার উদ্দেশ্যে মাঝে মাঝে শাসন করতেন, বিশেষ করে খাওয়াদাওয়া ও চারিত্রিক গঠনের বিষয়ে নিয়ম মেনে চলার জন্য। আজ সকালেও ছেলেকে চুল কাটার কথা বলা হয়েছিল। এর কিছুক্ষণ পরেই তারা দেখতে পান, ছেলেটি নিজ ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার তদন্তে নেমেছে কল্যাণপুর থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তারা ঘটনার সব দিক খতিয়ে দেখছে। মৃতদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে রাখা হয়েছে এবং রিপোর্টের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
এই ঘটনাটি আধুনিক পারিবারিক সম্পর্ক, মানসিক স্বাস্থ্য ও শৈশবের সংবেদনশীলতা নিয়ে সমাজে নতুন করে প্রশ্ন তুলেছে। শুধরে দেওয়ার উদ্দেশ্যে দেওয়া বকুনি যে কখন বিপজ্জনক হয়ে উঠতে পারে, তার এক করুণ উদাহরণ হয়ে থাকল এই আত্মহত্যা।