আড়ালিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ
গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ গৃহবধূর স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ করেন বাপের বাড়ি লোকজন!
ঘটনার বিবরনে জানা যায় আজ থেকে গত তিন মাস আগে আগরতলা স্থিত আড়ালিয়া সুভাষপল্লী বাসিন্দা স্নেহা ধর ভালোবেসে বিয়ে করেন সুভাষপল্লী এলাকারই বাসিন্দা বান্টি ঘোষকে। কিন্তু অনেকদিন যাবতই তাদের মধ্যে ভালোবাসা সম্পর্ক ছিল মেয়ের বাড়ি থেকে জানতে পেরে ওই ছেলের সাথে সামাজিক ভাবে বিয়ে দেওয়ার ও কথা ঠিক হয় তখন ছেলের বাড়ির তরফ থেকে মেয়ের বাবার কাছে কিছু ক্যাশ টাকা এবং একটি বাইক যৌতুক চাওয়া হয় এই কথা শুনে মেয়ে তখন বিবাহ থেকে পিছিয়ে যায় এবং ছেলের সাথে কোন সম্পর্ক রাখেনি। একদিন হঠাৎ ছেলের মা মেয়েকে রাস্তায় দেখতে পেয়ে বলে উঠে যে তুমি যদি আমার ছেলেকে না বিয়ে করো তখন আমার ছেলে আত্মহত্যা করতে পারে তখন দায়ী থাকবে তুমি এ কথা শুনে মেয়ে ভয় পেয়ে যায় এবং একদিন মেয়ে কোন একটি জেরক্সের দোকানে আসলে ছেলে মেয়েটিকে উঠিয়ে নিয়ে যায়। তখন তারা পালিয়ে বিয়ে করে। গতকাল রাতে মেয়ের বাপের বাড়ির লোকজন শুনতে পায় মেয়ে নাকি আত্মহত্যা করেছে মেয়ের বাড়ির অভিযোগ বিয়ের তিন মাসের মধ্যে মেয়ে এরকমটা করতে পারে তারা বিশ্বাস করতে পারেনি এবং তাদের সন্দেহ স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনেরা কাজের মেয়েকে কিছু একটা করে মেরে ফেলেছে।ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। পুলিশ মৃত দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়।