তেলিয়ামুড়া থানার অন্তর্গত চালিতা বাড়ী এলাকাতে রাতের আঁধারে দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে ভস্মীভূত হয়ে যায় এক বাড়ি। স্বাভাবিকভাবে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে এলাকা জুড়ে।
ভিডিও দেখার জন্য ছবিটিতে ক্লিক করুন
সংবাদমাধ্যমের প্রতিনিধির সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে সুরজিৎ চৌধুরী নামে এক ব্যক্তি দাবী করেছেন যে গতকাল রাত আনুমানিক দেড়টা থেকে দুটা নাগাদ একদল দুষ্কৃতিকারী সমপূর্ন পরিকল্পনা করে তাদের বাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। যদিও শ্রী চৌধুরী দাবি করেন উদ্দেশ্য ছিল এই বাড়িতে যারা যারা ছিলেন তাদেরকে জীবন্ত পুরিয়ে মেরে বাড়ির সব কিছু লুট পাঠ করা। পাশাপাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নিজ বক্তব্যের মধ্যে সুরজিৎবাবু দাবি করেছেন যারা আগুন লাগিয়েছে তাদের মধ্যে দুইজনকে সম্পূর্ণভাবে সনাক্ত করতে পেরেছেন এবং পরবর্তী সময়ে পুলিশের কাছে নাম দাম দিয়ে অভিযোগ দায়ের করবেন। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন শত্রুতার কারণে আগেও তাদের সাথে এরকম হয়েছে, বাড়ির সদস্যদের উপর মারধরের ঘটনাও ঘটেছে। এখন দেখার বিষয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তের কাজ কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বাড়িতে আগুন লাগানো হয়েছে এই বাড়িটা এলাকাতে একটা প্রতিষ্ঠিত বাড়ি হিসেবে পরিচিত