বিভিন্ন সময়ে নানা-আঙ্গিকে দাবি উঠে এই সময়ে আমাদের রাজ্যের ক্লাব সংস্কৃতির পরিবর্তন হচ্ছে। এক সময় ক্লাব মানেই আতঙ্ক ছিল, তবে বর্তমানে ক্লাবগুলো বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিকতার নিদর্শন স্থাপন করে চলেছে। এরকমই এক ক্লাব হচ্ছে রাজধানীর বিজয়ী সংঘ।
গতবছর থেকে এই ক্লাব প্রতিমাসের দ্বিতীয় শনিবারে শুধুমাত্র দুই টাকার বিনিময়ে দুপুরের খাবার বিতরণ শুরু করে। অন্যতম এই সামাজিক কর্মসূচি দেখতে দেখতে দুই বছর স্পর্শ করল।
এই অবস্থায় বিশেষ কর্মসূচির দুই বছর পূর্তিতে মহিলা সদস্য সহ ক্লাবের প্রায় সমস্ত সদস্যদের উপস্থিতি এবং অংশগ্রহণ দারুন ভাবে পরিলক্ষিত হয়।
এই কর্মসূচি সম্পর্কে ক্লাবের তরফ থেকে স্পষ্ট ভাষায় দাবি করা হয়েছে মূলত সাধারণ মানুষকে সাহায্য করার জন্য তাদের এই উদ্যোগ। তাৎপর্যপূর্ণভাবে আরো দাবী করা হয়েছে যাতে করে কোন মানুষ বিনামূল্যে খাবার সংগ্রহ করতে গিয়ে মানসিক জড়তায় না ভোগেন তার জন্য তারা দু টাকা করে মূল্য ধার্য করেছে এবং সংগৃহীত এই অর্থ মূল্য বছরে একটা সময়ে অনাথ শিশুদের জন্য দান করে দেওয়া হয় বলেও ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে।
নিশ্চিতভাবে বিজয়ী সংঘ এর মত এই প্রকারের সামাজিক কর্মসূচি গুলো আমাদের সমাজকে নতুন আঙ্গিকে পথ দেখাবে, আলোচনা চলছে এমন অভিমুখেই
Leave a Comment