উল্টে গেলো বিশালগড় থানার গাড়ি! ঘনিয়ামারা পঞ্চায়েত টিলায় ঘটনা!!অল্পেতে রক্ষা পেয়েছেন চালক এবং অন্য পুলিশ কর্মীরা।
ঘনিয়ামাড়া এলাকায় উল্টে গেলো বিশালগড় থানা পুলিশের গাড়ি অল্পতে রক্ষা পেলো চালক সহ পুলিশ ও টিএসআর জোওয়ান ঘটনা বৃহস্পতিবার দুপুরে। জানাযায় বিশালগড় থানার TR01D0854 নাম্বার একটি জিপ্সি গাড়ি ঘনিয়ামাড়া পঞ্চায়েত টিলা এলাকায় কয়েকজন পুলিশ ও টি এস আর জোয়ানদের নিয়ে যায় কোন একটি মামলার ইনভেস্টিগেশন কাজে। ফেরার পথে গাড়িটি ব্রেক ফেল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। অল্পতে রক্ষা পায় গাড়ির চালক যদিও সেই সময়ে টিএসআর জোওয়ান ও পুলিশ গাড়িতে ছিলেন না। বিকট শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসীর ঘটনাস্থলে ছুটে আসে এবং উল্টে যাওয়া পুলিশের গাড়িটি উদ্ধার করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে যদি দুর্ঘটনাটি বক্সনগর বিশালগড় সড়কে হতো তাহলে আজ কলঙ্কিত হতো বিশালগড় থানা এবং স্বামীহারা পুত্রহারা হতো অনেক মা ও স্ত্রী। তবে বিশালগড় থানায় পুলিশের কাজে যে সমস্ত গাড়ি গুলি রয়েছে তার সম্পূর্ণ ফিটনেস শেষ হয়ে গিয়েছে এবং গাড়ি গুলি বহু বছর পুরানো। পরবর্তী সময়ে বিশালগড় থানার অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনা গ্রস্থ গাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় যে সমস্ত গাড়িগুলি রয়েছে একাংশ গাড়ি চালকদের অভিযোগ সঠিক ভাবে গাড়ি গুলি মেনটেনেন্স করা হয় না। বাকি যে সমস্ত গাড়ি গুলি রয়েছে যেকোনো সময় যে কোনো মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে অনেক চালকরা সে সমস্ত গাড়ি চালাতে গিয়েও ভয় পায়। এক কথায় কলঙ্কের হাত থেকে রক্ষা পেলো বিশালগড় থানা। এখন দেখার বিষয় সিপাহীজলা জেলা পুলিশ সুপার উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন সে দিকে তাকিয়েছেন বিশালগড় থানা সমস্ত পুলিশ অফিসার।