পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু ৫০ উর্ধ্ব এক ব্যক্তির।
জানাগেছে বিশালগড় থানার অন্তর্গত পূর্ব গকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকার ৫২ বছর বয়সী রাধা গোবিন্দ দেবনাথ রবিবার দুপুর একটায় বরসি দিয়ে মাছ ধরাতে চাম্পামুড়া এলাকার একটি পুকুরে আসে।সেদিন সন্ধ্যা গনিয়ে আসলেও রাধাগোবিন্দ দেবনাথ বাড়িতে ফিরে আসেনি।পরে সন্ধ্যা থেকেই ওনার পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা এবং রাতভর উনার কোন সন্ধান পাওয়া যায়নি অবশেষে যেখানে মাছ ধরতে গিয়েছিল সেখানে সোমবার সকালে উনার ছেলে খুঁজতে গিয়ে দেখে রাধা গোবিন্দ দেবনাথের মৃতদেহ পুকুরের জলে ভাসছে।
উনার ছেলে চিৎকার শুরু করে।ছুটে আসে চাম্পামুড়া এলাকা সহ গকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকার লোকজন এবং উনার পরিবারের লোকজন।স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিশালগড় থানায়।খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ এবং বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সিন্থিয়া ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় ফরেন্সিক টিমকে।
ফরেন্সিক টিম এসে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর সোমবার বিকেলে পুকুর থেকে রাধা গোবিন্দ দেবনাথের মৃতদেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় ময়নাতদন্তের করতে।
এলাকার সূত্রে জানাগেছে রাধা গোবিন্দ দেবনাথ গান-বাজনায় বেশ মনোযোগী ছিলেন। বিশালগড় থানার পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
জানা গেছে রাধা গোবিন্দ দেবনাথের মৃতদেহ ময়না তদন্তের পর উনার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে।
তবে উনার মৃত্যুতে চাম্পামুড়া এবং সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।