নেতাজি প্লে ফোরামে আনন্দ মেলায় স্বামী-স্ত্রী নিগৃহীত,
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর :
দুর্গাপূজার পুণ্যলগ্নে যখন চারদিকে বিজয়ার আনন্দ, তখন রাজধানী শহরে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। নেতাজি প্লে ফোরাম সেন্টারে আয়োজিত আনন্দ মেলায় স্বামী-স্ত্রী আক্রান্ত হলেন ক্লাবেরই কয়েকজন সদস্যের হাতে।
অভিযোগ অনুযায়ী, রাধানগর থেকে আসা এক পরিবার— স্বামী, স্ত্রী ও সন্তান— বৃহস্পতিবার রাতে আনন্দমেলায় উপস্থিত ছিলেন। পরিবারের গৃহবধূ ও তাঁর ভাইয়েরা নাগরদোলায় চড়তে গেলে স্বামী কোলে সন্তান নিয়ে নিচে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকদের অনুরোধ করেন নাগরদোলাটি আরও কিছুক্ষণ চালানোর জন্য। ওই ছোট্ট অনুরোধ থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
অভিযোগ, ক্লাবের স্বেচ্ছাসেবক সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তির উপর চড়াও হন। তাঁকে মাটিতে ফেলে মারধর করা হয়। স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়।
আক্রান্তার অভিযোগ, অভিযুক্তদের মধ্যে রয়েছেন কৌশিক আচার্য, দ্বীপায়ন সাহা ওরফে বিল্টু, সাগর দে ও কিষাণ বিশ্বাস। ঘটনার পর ১১২ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে ততক্ষণে অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের প্রথমে আইজিএম ও পরে গুরুতর অবস্থায় জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়।
চাঞ্চল্যকরভাবে, ঘটনার পর থেকে অভিযুক্ত ক্লাব সদস্যরা এলাকা ছেড়ে উধাও। স্থানীয়রা জানালেও, গ্রেপ্তার হয়েছে কিনা সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি।
এদিকে, মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকার অন্যতম বনেদি ক্লাব নেতাজি প্লে ফোরামে এহেন ঘটনা সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন— মুখ্যমন্ত্রীর এলাকার একটি বড় ক্লাবেই যদি মহিলা লাঞ্ছিত হন, তবে সুশাসনের আসল চিত্র কী?
ভুক্তভোগী পরিবার দ্রুত সুষ্ঠ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।