মৃত্যু নিছক ‘ডুবে যাওয়া নয়’!
অসমের জনপ্রিয় গায়ক ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের আকস্মিক মৃত্যু ঘিরে দেশজুড়ে নেমেছে গভীর শোক ও রহস্য। সিঙ্গাপুরে ১৯ সেপ্টেম্বর ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেই সফরেই জীবনাবসান হয় এই কিংবদন্তির।
স্ত্রীর অভিযোগে গ্রেফতার
জুবিনের স্ত্রী গরিমা গর্গ বিস্ফোরক অভিযোগ তুলে জানান, তাঁর স্বামীকে জোর করে পিকনিকে নেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, জুবিন নিয়মিত ওষুধ নিতেন, কিন্তু সেদিন সেগুলো তাঁকে দেওয়া হয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আরও বলেন, “জুবিনের কখনও হৃদরোগের সমস্যা ছিল না, তাই সাঁতারে খিঁচুনি ধরা খুব অস্বাভাবিক।”
এই অভিযোগের ভিত্তিতে বিশেষ তদন্তকারী দল (SIT) দিল্লি থেকে গ্রেফতার করেছে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও উৎসব আয়োজক শ্যামকানু মহন্তকে।
তদন্তে চাঞ্চল্যকর মোড়
শ্যামকানুর বাড়িতে তল্লাশিতে সিআইডি বিপুল সন্দেহজনক নথি উদ্ধার করে। এর মধ্যে ছিল একাধিক প্যান কার্ড, সরকারি অফিসের প্রায় ৩০টি সিলমোহর এবং বেনামী সম্পত্তির নথিপত্র। ফলে তদন্তে নতুন মোড় নিয়েছে এই ঘটনা।
অসমের আবেগে জুবিন
অসমজুড়ে প্রায় ৬০টিরও বেশি এফআইআর দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ২৩ সেপ্টেম্বর কামারকুচি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানানো হয়েছিল জুবিন গর্গকে।
স্ত্রী গরিমা গর্গের একটাই দাবি—
“আমরা ন্যায় চাই, সত্য একদিন প্রকাশ পাবে।”