আগরতলা ব্রাদার্স ইউনিটির পক্ষ থেকে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হলো দুর্গাপূজা উপলক্ষে। বৃদ্ধা আশ্রমের প্রবীণ মায়েদের নিয়ে আয়োজন করা হয় পূজা পরিক্রমার। শহরের বিভিন্ন পূজা মণ্ডপ ও ক্লাবে ঘুরিয়ে দেখানো হয় তাঁদের।
এই বিশেষ আয়োজনকে সাধুবাদ জানিয়েছে সমাজের সচেতন মহল। পূজার আনন্দ থেকে যাতে বৃদ্ধা আশ্রমের প্রবীণ মায়েরা বঞ্চিত না হন, সে লক্ষ্যেই ব্রাদার্স ইউনিটি সংস্থার এই সুন্দর উদ্যোগ।
সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে প্রবীণ মায়েরা জানিয়েছেন, তাঁরা এই পূজা পরিক্রমায় অসীম আনন্দ পেয়েছেন। এমন ভালোবাসা ও যত্ন তাঁদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।
সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রাদার্স ইউনিটি, যা ভবিষ্যতে আরও বহু সংগঠনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।