তেলিয়ামুড়ায় পানীয় জলের দাবিতে উত্তাল আন্দোলন, পথ অবরোধে ক্ষুব্ধ গ্রামবাসী
নিজস্ব প্রতিনিধি – তেলিয়ামুড়া।
পানীয় জলের সংকটে ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এলেন তেলিয়ামুড়ার গোবিন্দ সর্দার পাড়ায়। মঙ্গলবার সকালে আকস্মিকভাবে পথ অবরোধে বসে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক মাস ধরে চরম দুর্ভোগে থাকা এলাকার মানুষ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
অভিযোগ, সড়ক সংস্কার কাজের জন্য এক মাস আগে এলাকার পানীয় জলের পাম্প মেশিনটি স্থানান্তর করা হয়। এর পর থেকেই ৭০টি পরিবারের বসবাসকারী গোটা অঞ্চলে পানীয় জলের সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। স্থানীয়রা একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েও সমাধান পাননি বলে অভিযোগ।
অবরোধের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের ডি.সি.এম প্রদীপ কুমার সরকার, তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর বিদ্যা দেববর্মা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনা চালান।
তবে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দেন—“যতক্ষণ না পর্যন্ত ডি.ডাব্লিউ.এস আধিকারিকরা এসে সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ অবরোধ চলবে।”
শেষ খবর লেখা পর্যন্ত অবরোধ প্রায় এক ঘণ্টা ধরে অব্যাহত থাকে। যদিও ডি.ডাব্লিউ.এস দপ্তরের কোনও আধিকারিক ঘটনাস্থলে পৌঁছাননি।
এ প্রসঙ্গে ডি.সি.এম প্রদীপ কুমার সরকার জানান, “সমস্যা দ্রুত সমাধান করা হবে। আজকেই ডি.ডাব্লিউ.এস দপ্তরের আধিকারিকদের নিয়ে সমস্যার স্থানগুলো পরিদর্শন করা হবে।”
এদিকে পানীয় জলের দাবিতে এই আন্দোলন ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।