বিশ্রামগঞ্জ:
সব্জি বাজার সংলগ্ন রাজা চৌমুহনি এলাকায় গত আট বছর ধরে মহিলাদের উদ্যোগে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। সমাজের বিভিন্ন কাজে পুরুষদের প্রাধান্য থাকলেও এখানে চিত্র সম্পূর্ণ ভিন্ন।
চাঁদা তোলা থেকে শুরু করে ডেকোরেশন, মূর্তি কেনা, মণ্ডপ সাজানো—সব দায়িত্ব মহিলারাই কাঁধে তুলে নেন। পূজার প্রতিটি পদক্ষেপে তাঁদের সক্রিয় ভূমিকা দেখা যায়।
এবারের দুর্গাপূজাতেও মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপূজা উৎসব কমিটি রবিবার বিকেলে সংবাদমাধ্যমের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।
কমিটির সভাপতি ও সম্পাদক জানান—”আমাদের এই পূজা কেবল ধর্মীয় আচার নয়, সমাজে নারীর ক্ষমতায়নের প্রতীক। তাই প্রত্যেককে আমন্ত্রণ জানাই আমাদের এই পূজায় অংশগ্রহণ করতে।”
স্থানীয় বাসিন্দাদের মতে, মহিলাদের এই উদ্যোগ সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু পূজা নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক সেবামূলক কার্যক্রমেও তাঁরা সমানভাবে সক্রিয়।
এই পূজাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আগামী দিনে আরও বড় পরিসরে এই পূজা অনুষ্ঠিত হবে বলে আশাবাদী আয়োজকরা।