উদয়পুর হদ্রা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় যখন গোমতী নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর জলে ভাসমান অবস্থায় দেহটি প্রথমে এলাকাবাসীর নজরে আসে। এরপর তড়িঘড়ি করে স্থানীয়রা দেহটিকে উদ্ধার করে নিয়ে যান এবং খবর দেওয়া হয় পুলিশকে।
উদ্ধারকৃত মৃতদেহকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দেহটি হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় সনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে।
ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।