বড়জলায় গ্যাস লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল স্বপন পাল পরিবার
আগরতলা, ২ সেপ্টেম্বর : বড়জলা মহান ক্লাব সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ক্ষতিগ্রস্ত হন এলাকার বাসিন্দা স্বপন পাল। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় তার বসতঘর। ঘরের আসবাবপত্র, মূল্যবান নথি থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
কীভাবে ঘটল অগ্নিকাণ্ড?
খবরে জানা যায়, মঙ্গলবার দুপুরে রান্নার সময় হঠাৎ গ্যাস লিক হয়ে আগুন ধরে যায়। স্বপন পালের স্ত্রী তখন রান্নাঘরে ছিলেন। হঠাৎ আগুন লাগতেই তিনি বাইরে বেরিয়ে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা খবর দেন দমকল বাহিনীকে।
কিন্তু বেহাল রাস্তার কারণে দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। ততক্ষণে আগুন তীব্র আকার ধারণ করে। ঘরে থাকা তিনটি সিলিন্ডারের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে, ফলে আগুন আরও ভয়াবহ রূপ নেয়।
দমকল বাহিনীর ভূমিকা
খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ছুটে আসে। প্রায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। এনসিসি ফায়ার স্টেশনের ওসি জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লক্ষাধিক টাকা।
সর্বস্ব হারিয়ে অসহায় পরিবার
স্বপন পাল পেশায় একটি গ্যাস কেরিয়ার সেন্টার পরিচালনা করেন। বিভিন্ন মানুষের বাড়িতে সাইকেলে সিলিন্ডার সরবরাহ করেন তিনি। সেই কারণে প্রায়শই তার বাড়িতে গ্যাস সিলিন্ডার মজুদ থাকে। ঘটনাস্থলে তিনটি সিলিন্ডার থাকলেও বিস্ফোরিত হয় একটি, যা আগুনকে আরও মারাত্মক করে তোলে।
বর্তমানে স্বপন পাল পরিবার কার্যত নিঃস্ব। বসতঘর সহ সমস্ত আসবাবপত্র, সরকারি নথিপত্র পুড়ে যাওয়ায় পরিবারটি এখন মাথা গোঁজার ঠাঁইবিহীন। দুই ছেলেকে নিয়ে তারা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
সাহায্যের আর্জি
ক্ষতিগ্রস্ত পরিবারটি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজ্য সরকারের কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে। এখনও পর্যন্ত কারও প্রাণহানি ঘটেনি, তবে আর্থিক ক্ষতি বিপুল। এখন দেখার বিষয়—সরকারি সহায়তা কবে এবং কীভাবে পৌঁছায় স্বপন পালের অসহায় পরিবারটির কাছে।