মহকুমা শাসকের উদ্যোগে বেকার যুবক-যুবতিদের কর্মশালা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর:
শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্যোগে স্থানীয় মুকুট অডিটোরিয়ামে আয়োজিত হলো বেকার যুবক-যুবতিদের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ কর্মশালা। ২১ থেকে ৩৫ বছর বয়সী স্নাতক উত্তীর্ণ বেকার ছেলে-মেয়েদের সঠিক দিক নির্দেশনা দিতে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য। এ ছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, মহকুমা শাসক মনোজ কুমার সাহা, বগাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল, জোলাবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত, নবম বাহিনী TSR-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে তুলে ধরেন— কীভাবে বেকার যুবক-যুবতিরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। বক্তাদের অনুপ্রেরণামূলক বক্তব্যে কর্মশালায় উপস্থিত তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মহকুমা শাসকের এই উদ্যোগের প্রশংসা করে জানান, এ ধরনের আয়োজন তাঁদের জীবনে নতুন দিশা দেখাবে।