একদিকে বর্তমান রাজ্য সরকার দাবি করছে সাধারণ মানুষের প্রয়োজনে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় এমন কিছু কিছু ছবি ভেসে ওঠে যেগুলো প্রমাণ করে প্রকৃত অর্থে যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়ন করতে গিয়ে একটা অংশের সাধারণ মানুষকেই সমস্যার মধ্যে ফেলা হচ্ছে।
ঠিক একই রকম ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জারুইলং বাড়ি এলাকাতে। সংশ্লিষ্ট এলাকার এলাকাবাসীদের সূত্রে খবর হচ্ছে ,বিগত বেশ কিছুদিন আগে প্রায় তিন কোটি টাকার প্রস্তাবিত বরাদ্দকে সামনে রেখে আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে জারইলং বাড়ির লোকনাথ মন্দির পর্যন্ত একটা রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে রাস্তা নির্মাণ করতে গিয়ে দেখা গেছে কারুর পুকুর ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার দেখা যাচ্ছে কারোর কৃষি জমির মধ্যে রাস্তার মাটি সহ বিভিন্ন পদার্থ পড়ে গিয়ে ক্ষতি সাধন করছে। রাস্তার পাশের পাকা ওয়াল নির্মাণ করতে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে ব্যাপক মাছের মড়ক হয়েছে এমন অভিযোগও সামনে এসেছে। এই পরিপ্রেক্ষিতে এলাকার সাধারণ মানুষের স্পষ্ট বক্তব্য হচ্ছে জনসাধারণের প্রয়োজনে রাস্তা গুণমান বজায় রেখে নির্মাণ করা হোক, তাদের আপত্তি নেই, তবে কোনোভাবেই যাতে এই রাস্তা নির্মাণ করার ক্ষেত্রে এলাকাবাসীদের ক্ষতি সাধন না হয় এই বিষয়টা যাতে করে সংশ্লিষ্ট কন্ট্রাক্টর সহ কর্তৃপক্ষ নজরে রাখেন এই বক্তব্য এলাকার বিভিন্ন অংশের।