এক আজব দৃশ্য দেখা গেল আমবাসায়। আমবাসা পুরো পরিষদের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর সবিতা দাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ। পাশাপাশি গ্রামবাসীর সাথে কাউন্সিলর এর দাপট দেখিয়ে অভদ্র ব্যবহার, সেই সব বিষয়কে মাথায় রেখে আমবাসা পুরো পরিষদের তিনটি ওয়ার্ডের এলাকাবাসীরা একত্রিত হয়ে কাউন্সিলর সবিতা দাস কে সমাজচ্যুত করলো। সবিতা দাসের বিরুদ্ধে এলাকাবাসীরা বিভিন্ন অভিযোগ করেন, ওয়ার্ডে কাজ হলে টাকা নেওয়ার অভিযোগ, এলাকাবাসীদের সাথে অভদ্র আচরণের অভিযোগ, এলাকায় জায়গা কিনলে টাকা দেওয়ার অভিযোগও উঠে কাউন্সিলর এর বিরুদ্ধে। এসব অভিযোগ কে সামনে এনে, তিনটি ওয়ার্ডের এলাকাবাসীরা রবিবার আমবাসা কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সমাজের মানুষদের নিয়ে এক সভায় মিলিত হয়, এই সভা থেকে কাউন্সিলর সবিতা দাসকে সমাজচ্যুত করে এলাকার কমিটির পদ আধিকারিকরা। তাছাড়াও এলাকার মানুষরা বিভিন্ন অভিযোগ তুলেন কাউন্সিলর এর বিরুদ্ধে। পাশাপাশি কিছুদিন আগে শিক্ষক রতন দাস কে কাউন্সিলর সবিতা দাস যে বদনাম করার চেষ্টা করেছিল সেগুলোও মিথ্যে বলে দাবি করেন শিক্ষক রতন দাস। তিনি বলেন এলাকার মানুষদের কাছে কাউন্সিলরের কোন দাম নেই । উনার ব্যবহারের কারণে এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে গেছে, যার ফলে উনাকে বহুদিন আগে একবার সমাজচ্যুত করা হয়েছে, আবারো একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউন্সিলরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।