পস্কো আইনে অভিযুক্তদের বিলোনিয়া আদালতে সোপর্দ

1 Min Read
বিলোনিয়া থানার অন্তর্গত মান্দারিয়া এলাকায় । | Tripura News

গন ধর্ষন কান্ডে ঘটনায় অভিযুক্তদের বিলোনিয়া আদালতে সোপর্দ করে পুলিশ! সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ পস্কো আইনে ধারা মামলা রুজু করে পুলিশ আদালতে সোপর্দ করে অভিযুক্তদের!!

গত শুক্রবার বিকেলে সাত জন যুবক মিলে বিলোনিয়া থানাধীন মান্দারিয়া জঙ্গলে গন ধর্ষন করে বলে অভিযোগ । এই ধর্ষণ কান্ডের ঘটনা জানাজানি হতেই শনিবার রাতে শান্তির বাজার থানাতে অভিযোগ জমা দেয় নাবালিকার পরিবার। সেই অভিযোগ মুলে দক্ষিণ জেলার তিন থানা শান্তির বাজার, বিলোনিয়া ও রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ রবিবার সন্ধ্যায় যৌথ ভাবে অভিযান চালিয়ে রাজনগর পিআর বাড়ি থানার অন্তর্গত বাতখলা চিকনথলি এলাকা থেকে অভিযুক্ত জনজাতি ছয় যুবককে গ্ৰেপ্তার করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে। তাদের বাড়ি বাতখলা চিকনথলি এলাকায়। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে কিন্তু আরো একজন অধরা। পুলিশ অভিযান জারি রেখেছে অভিযুক্তকে জালে তোলার। বিলোনিয়া থানাতে মামলা নম্বর 2025BLN06

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version