জাতীয় নিরাপত্তা বনাম সন্ত্রাস

2 Min Read
ভারত-পাকিস্তান যুদ্ধ | India-Pakistan War | Azad Jammu and Kashmir | International News | Somoy TV

“ভারত ঝামেলা চায় না… কিন্তু প্ররোচনা এলে প্রত্যাঘাত হবেই!” — হুঁশিয়ারি ডোভালের

‘অপারেশন সিঁদুরে’-র পর ধুলো এখনো বসেনি, বিস্ফোরণের শব্দ যেন কানে বাজছে—আর ঠিক সেই সময়েই দৃঢ় বার্তা দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

“ভারত শান্তি চায়, যুদ্ধ নয়। কিন্তু যদি পাকিস্তান আগুন জ্বালায়, তবে আমরা কেবল ধোঁয়া দেখাব না, আগুনেই জবাব দেব।”


ডোভাল বললেন, সরাসরি বিশ্বকে—”ভারতের লক্ষ্য সন্ত্রাসের মূল উৎসে আঘাত”

মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনার দুঃসাহসিক অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস হয়ে গেছে।
প্রত্যাঘাত এতটাই নিখুঁত ছিল যে মাত্র ২৫ মিনিটে ২৪টি আঘাতে ঘুম কেড়ে নেয় শত্রুপক্ষের।

এর পরেই শুরু হল কূটনৈতিক লড়াই।
ডোভাল একের পর এক ফোনালাপে বিশ্বের প্রভাবশালী নেতাদের জানালেন—

“এই হামলা আত্মরক্ষার, প্রতিশোধের নয়। আমরা যুদ্ধ চাই না। কিন্তু যদি ওরা ফের আগুন লাগায়, আমরা প্রস্তুত!”


বিশ্বনেতাদের সঙ্গে দ্রুত যোগাযোগ — সাফ বার্তা দিল ভারত

🛡️ মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও
🇬🇧 ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল
🇸🇦 সৌদি আরবের মুসাইদ আল আইবান
🇦🇪 সংযুক্ত আরব আমিরশাহির শেখ তাহনুন
🇯🇵 জাপানের মাসাতাকা ওকানো
🇷🇺 রাশিয়ার সের্গেই শোইগু
🇨🇳 চিনের ওয়াং ই
🇫🇷 ফ্রান্সের প্রেসিডেন্টের উপদেষ্টা ইমানুয়েল বন

সবাইকে ফোন করে ডোভাল স্পষ্ট জানিয়ে দিলেন—“এই অপারেশন ছিল টার্গেটেড, নির্দিষ্ট জঙ্গিঘাঁটিতে। আমাদের উদ্দেশ্য ছিল সন্ত্রাস রোধ, যুদ্ধ নয়।”


ভারতের অবস্থান স্পষ্ট — শান্তি চাই, কিন্তু ভয় করি না

সরকারি সূত্রে জানানো হয়েছে, এই আলোচনাগুলোর মূল উদ্দেশ্য ছিল বিশ্বসম্প্রদায়কে ভারতের অবস্থান স্পষ্ট করে বোঝানো
ভারত উত্তেজনা বাড়াতে চায় না, কিন্তু প্ররোচনা এলে চুপ থাকবে না—এটাই বার্তা।


শেষ কথা?

‘অপারেশন সিঁদুরে’-র পর এবার কূটনৈতিক কভার ফায়ার—দুনিয়াকে জানিয়ে দিল ভারত,

“আমরা প্রথম গুলি চালাই না। কিন্তু শেষ গুলিটা আমাদেরই হয়!”

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version