তেলিয়ামুড়ায় প্রশাসনের তৎপরতায় নাবালিকা বিয়ে রুখে দিল চাইল্ড প্রটেকশন ইউনিট
তেলিয়ামুড়া, ৩০ এপ্রিল: নাবালিকা বিয়ে বন্ধে সমাজে সচেতনতা বাড়ানোর নানান প্রচেষ্টা থাকলেও, বাস্তবচিত্র এখনও আশাব্যঞ্জক নয়। তার প্রমাণ মিলল আবারও তেলিয়ামুড়ায়। প্রশাসনের তৎপরতায় মঙ্গলবার থানা এলাকার এক নাবালিকা কন্যার বিয়ে বন্ধ করা হয়েছে।
সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিসিএম হরিপদ সরকার এবং বিশ্বজিৎ মজুমদারের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে যায় এবং বিয়ের বাস্তব প্রমাণ পায়। এরপর খোয়াই জেলার চাইল্ড প্রটেকশন ইউনিটের সহযোগিতায় চার ঘণ্টার প্রচেষ্টায় ওই নাবালিকা কন্যাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয় প্রশাসন। সেইসাথে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
এদিনের ঘটনাকে ঘিরে প্রশাসনের তরফ থেকে পুনরায় সমাজের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে—কোনো অবস্থাতেই নাবালক বা নাবালিকার বিয়ে যেন না হয়। একে সামাজিক দায়িত্ব হিসেবে দেখারও আবেদন জানানো হয়েছে।