দেশদ্রোহীতার অভিযোগে গ্রেপ্তার

1 Min Read

দেশদ্রোহীতার অভিযোগ নিয়ে সনাতনীদের আন্দোলনে উত্তাল আমবাসা। অভিযুক্তরা হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক জওহর দেবনাথ এবং অপরজন কুলদীপ মন্ডল। দুইজনকেই পুলিশ ইতিমধ্যে আটক করেছে। পদ্ম পদ্ম পুরস্কার প্রাপ্ত বলে নিজেকে জাহির করা জহর দেবনাথ এখন পুলিশের হেফাজতে। গত দু-তিন মাস আগে পদ্ম পদ্ম পুরস্কার পেয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচার করেছিল কুলাই এলাকার জহর দেবনাথ, আসলে সম্পূর্ণটাই মিথ্যে। প্রতারকের চক্করে পড়ে টাকা দিয়ে কিনতে গিয়েছিলেন পদ্ম পদ্ম পুরস্কার। এবার তিনি কাশ্মীরের পেহেলগাওয়ে হিন্দু হত্যার ঘটনা কে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে হিন্দুদের বিরুদ্ধে প্রচার করলেন। সামাজিক মাধ্যমে আল্লাহর নাম নিয়ে এবং হিন্দুদের দেব-দেবী নিয়ে পোস্ট করলেন। যার ফলে আমবাসার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা জেগে উঠেছে। হিন্দু হয়ে হিন্দুদের অপপ্রচার করেছেন তিনি। এরই প্রতিবাদ জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চ, বি এম এস এর কার্যকর্তারা বিক্ষোভে সামিল হয়। কুলাই জহর দেবনাথের বাড়ির সামনে সড়ক অবরোধে শামিল হয় বিক্ষোভকারীরা। এই অবরোধে শামিল হয় আমবাসা বিজেপির মন্ডল সভাপতি অজয় অধিকারী, তিনি ঘটনার তীব্র নিন্দা জানান। হিন্দুদের বিরুদ্ধে অপপ্রচারকারী জহর দেবনাথ ও কুলদীপ মন্ডল কে গ্রেপ্তারের দাবি জানায়। ঘটনাস্থলে ছুটে আসে, আমবাসা থানার পুলিশ, পুলিশ প্রথমেই জহর দেবনাথ কে আটক করে তারপর কুলদীপ মণ্ডলকে আটক করা হয়। বেশ কিছুক্ষণ চলে সড়ক অবরোধ। তাদের গ্রেফতারের পর অবরোধকারীরা শান্ত হয়। জহর দেবনাথ ও কুলদীপ মন্ডলের কঠোরতম শাস্তি চাইছে আমবাসা বাঁশি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version