প্রতিবেশীকে বোন বানিয়ে, তার নাবালিকা কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে পাশবিক লালসা চরিতার্থ এক ৪৮ বছরের ব্যাক্তির, ঘটনার বিবরণ জানিয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করলেন পরিবারের লোকজন। ঘটনার বিবরণে জানা যায় এই এক সপ্তাহে দ্বিতীয় ধর্ষণের অভিযোগ পশ্চিম ত্রিপুরা জেলায়। সম্প্রতি ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে চম্পকনগর এলাকায় এক নাবালিকার পরিবারের তরফে।এরই এক সপ্তাহ যেতে না যেতেই আবারও এমন নেক্কারজনক ঘটনা সামনে এলো এয়ারপোর্ট থানা এলাকা থেকে।দিনের পর দিন এক নাবালিকাকে ধর্ষণ করল বিবাহিত এক ব্যক্তি। অবশেষে বিষয়টি প্রকাশ্যে আসতেই পুলিশে অভিযোগ করে নাবালিকার পরিবার। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অভিযুক্তের নাম উত্তম বাল্মিকী। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত গান্ধীগ্রামে।উত্তম বাল্মিকী পেশায় গাড়িচালক। নাবালিকার বাবা মা প্রতিদিন কাজের উদ্দেশ্যে সকালেই বাড়ি থেকে বেরিয়ে যেত। বাড়িতে ফিরত রাতে। এই সুযোগটিকে কাজে লাগিয়ে প্রায় ১৫ দিন যাবত ওই নাবালিকাকে ধর্ষণ করে যাচ্ছে উত্তম বাল্মিকী। বৃহস্পতিবার রাতে পারিবারিক একটি ঝামেলাকে কেন্দ্র করে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় এয়ারপোর্ট থানার পুলিশ। এর পূর্বে মদমত্য অবস্থায় বাড়ির লোকেদের উত্তম জানায় এই নাবালিকাকে বিয়ে করবে বলে। তখনই বিষয়টি মানুষের জানাজানি হয়। নাবালিকাকে জিজ্ঞেস করলে পরিবারের লোকেদের ধর্ষণের বিষয়টি জানিয়েছেন নাবালিকা। অভিযোগ নাবালিকার মাকে খুন করে ফেলার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করছিল উত্তম বাল্মিকী। শুক্রবার এয়ারপোর্ট থানাতে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরেই ধর্ষণ মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।