আগরতলা রেল স্টেশনে আটক দুই বাংলাদেশি মহিলা

1 Min Read
আগরতলা রেল স্টেশনে আটক দুই বাংলদেশী মহিলা  | Tripura News

গোপন খবরের ভিত্তিতে দুজন বাংলাদেশী নাগরিককে জালে তুললো পুলিশ ।তাদের আগরতলা রেল স্টেশন থেকে আটক করেছে জিআরপি থানার পুলিশ ।পুলিশের কাছে অগ্রিম খবর ছিল বেআইনিভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে আগরতলা রেলস্টেশন কে ব্যবহার করে রাজ্যের বাইরে পাড়ি দিতে চলেছে দুই বাংলাদেশি নাগরিক। সেই খবর মারফত বৃহস্পতিবার জিআরপি পুলিশ এবং আরপিএফ রেল স্টেশনে ওতপেতে বসে থাকে। যথারীতি দুইজন মহিলা রেলস্টেশনে আসার পর পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই তাদের কথায় অসংলগ্নতা ফুটে ওঠে। তারপর তাদের গ্রেফতার করে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা হাতে নেয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তারা আগরতলা রেলস্টেশন কে ব্যবহার করে কলকাতা হয়ে মুম্বাই যেতে চাইছিল। বাংলাদেশী দুই নাগরিকের নাম নদিয়া আক্তার মিম বাড়ি বরিশাল অপরজনের নাম রুপালি আক্তার বাড়ি মানিকগঞ্জ, বাংলাদেশ। তাদের কাছ থেকে iphone সহ কিছু বাংলাদেশি ও ভারতীয় টাকা উদ্ধার করে পুলিশ ।তাদের আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস তাদের নাম নদীয়া আক্তার মিম (১৯) বাড়ি বরিশাল, বাংলাদেশ এবং রুপালি আক্তার (৩৮) বাড়ি মানিকগঞ্জ, বাংলাদেশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আগরতলা রেল স্টেশনের ওসি তাপস দাস।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version