পেট্রোল ও ডিজেলের দাম সহ ৭৪৮টি জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি

1 Min Read
| Tripura News

দেশে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি, ৭৪৮ টি জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধি, কেন্দ্রের মোদী সরকারের ওয়াকফ আইনের বিরুদ্ধে সি পি আই (এম )দলের পক্ষ থেকে কমলপুর মহকুমার হালহালি বাজারে এক বিক্ষোভ মিছিল শেষে এক পথসভা হয়। ঐ সভায় বক্তব্য রাখেন দলের মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য সুলেমান আলী, মহকুমা সম্পাদক অমর ভট্টাচাৰ্য ও দলের ধলাই জেলা কমিটির সম্পাদক প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস। তিনি বলেন দেশের মানুষকে নানান স্বপ্ন দেখিয়ে মোদী সরকার দেশের ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল। বলা হয়েছিল ক্ষমতায় আসলে সুইস ব্যাংকে যারা কালো টাকা রেখেছেন সেই টাকা এনে দেশের মানুষের একাউন্টে দেওয়া হবে। বেকারদের স্বপ্ন দেখানো হয়েছিল। করোনার সময় দেশের মানুষকে ভেক্সিন দেবার নাম করে প্রচুর অর্থ নয়ছয় হয়েছে। দেশে সাম্প্রদায়িকতার জিগির তুলেছে বিজেপি দল। নির্বাচনী বন্ডের নামে তেইশ হাজার কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। তিনি বলেন দেশের মানুষ মোদির শাসনে মোটেও ভালো নেই।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version