বকেয়া মজুরি ও রেশন সমস্যা ঘিরে রাস্তা অবরোধ

1 Min Read
| Tripura News

বকেয়া রেগা মজুরির দাবিতে ক্ষুব্ধ শ্রমিকরা! গন্ডাছড়া-আমবাসা সড়কে নিউ ভগীরথ কলোনির মুখে অবরোধ সংগঠিত করেন!! ফলে ব্যাহত হয় গন্ডাছড়ার সাপ্তাহিক হাট!!!

গন্ডাতৈছা ভগীরথ কলোনিতে রাস্তা অবরোধ রেগার ২০ দিনের বকেয়া মজুরি ও রেশন সমস্যা ঘিরে গ্রামবাসীর তীব্র ক্ষোভ

আজ সকালে গন্ডাতৈছা মহকুমার সাপ্তাহিক হাট বাজার চলাকালীন সময়ে গন্ডাতৈছা টু আমবাসা প্রধান রাস্তাটি অবরোধ করেন ভগীরথ এডিসি ভিলেজের গ্রামবাসীরা। তাদের অভিযোগ, রেগা প্রকল্পের আওতায় কাজ করার পরেও গত ছয় মাস ধরে ২০ দিনের মজুরি পাননি তারা। বারবার প্রশাসনের দারে ঘুরেও কোনো সুরাহা হয়নি বলে জানান তারা।

গ্রামবাসীরা জানান, মহকুমা প্রশাসন বৈসু উৎসবের আগে বকেয়া টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু আজও সেই টাকা এসে পৌঁছায়নি। এর ফলে উৎসবের সময় হাতে টাকা না থাকায় অনেকেই চরম অসুবিধার সম্মুখীন হন। গ্রামবাসীদের দাবি, চিকিৎসার অভাবে গ্রামেরই দু’জন বাসিন্দার মৃত্যু হয়েছে।অন্যদিকে, রেশন সংক্রান্ত সমস্যাও জটিল রূপ নিয়েছে। বৈসুর আগেই রেশনের চাল না মেলায় বহু পরিবার উৎসবের দিন অভুক্ত ছিলেন। আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট না মেলার অজুহাতে রেশন বিতরণ বন্ধ রাখার অভিযোগ উঠেছে।এই পরিস্থিতিতে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অবিলম্বে রেগা মজুরি পরিশোধ ও রেশন সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version