দীর্ঘ প্রায় তিন বছরের প্রক্রিয়া সম্পাদনের পর ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে চাকুরীর ক্ষেত্রে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে চলতি মাসের ৩ তারিখ। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হলেও ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়নি। একটা অংশ থেকে দাবি করা হচ্ছে যারা চূড়ান্ত মেধাতালিকায় স্থান পেয়েছে তাদের মধ্যে অনেকেই ইতিপূর্বে বিভিন্ন প্রকারের চাকরিতে যোগদান করায় ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে তারা যোগদান করবে না। এক্ষেত্রে যাতে করে পরবর্তী সময়ে ওয়েটিং লিস্ট থেকে মেধা তালিকা অনুযায়ী যোগদান করানো যায় তার জন্য আজ একদল চাকুরী প্রত্যাশী রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুলিশের মহা নির্দেশকের দৃষ্টি আকর্ষণ করেন।। পাশাপাশি তাদের দাবি হচ্ছে যেহেতু চাকুরী প্রক্রিয়া অনেকটাই দীর্ঘ সময় লেগেছে তার জন্য তারা অন্য কোন ইন্টারভিউ দিতে পারেনি এবং অনেকের ক্ষেত্রেই বয়স একটা ফেক্টর হয়ে দাঁড়িয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে যাতে করে এককালীন বয়সের ছার দেওয়া যায় সেই বিষয়ে বিবেচনা করার জন্য ও আজকের পুলিশ প্রধানের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবি করা হয়।।