বটতলা এলাকার পুলিশ ফাঁড়ি সন্নিহিত জহর ব্রিজের নিচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী মৃত যুবকের সঠিক পরিচয় পাওয়া যায়নি তবে মৃতদেহের সাথে থাকা ভোটার পরিচয় পত্র থেকে দেখা গেছে তেলিয়ামুড়ার কৃষ্ণপুর এলাকার স্বপন দাস। যদিও প্রকৃতপক্ষে মৃত ব্যক্তি এই স্বপন দাস কিনা তা তদন্ত করছে পুলিশ এমনটাই দাবি। এদিকে পুলিশের অনুমান হচ্ছে হয়তোবা কোন না কোন ভাবে ব্রাউন সুগার জাতীয় নেশার প্রতি আসক্ত হওয়ার কারণেই এই ঘটণা সংঘটিত হয়েছে।এদিকে সংশ্লিষ্ট এলাকায় দিনের পর দিন নেশার রমরমা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য হচ্ছে কিছুদিন পরপর অভিযান সংঘটিত করা হচ্ছে।এদিকে এইভাবে বটতলা এলাকাতে আনুমানিক ৪০ বছর বয়স্ক এক যুবকের মৃতদেহ উদ্ধার ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে গেছে, এখন দেখার বিষয় তদন্তক্রমে এই মৃতদেহ উদ্ধারের পেছনের ঘটনা কিভাবে বা কখন সামনে আসে।