পরকীয়া নামক ব্যাধির আরেকটা বহিঃপ্রকাশ সোনামুরা

1 Min Read

দেড় বছর এবং তিন বছর বয়সের দুই ফুটফুটে পুত্র সন্তানকে বাপের বাড়িতে রেখে বর্ষা আক্তার নামে এক তরুণী গৃহবধূ চাঞ্চল্য জনক ভাবে নিখুঁজ হয়ে গেছে। ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত কুলুবাড়ী এলাকাতে।ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধুর শাশুড়ি মা জানিয়েছেন গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে ব্যাংকে টাকা তোলার কথা বলে সন্তানদের নিয়ে বেরিয়ে গেছিল কিন্তু এরপর থেকে আর কোন খবর নেই। ইতিমধ্যে এই ব্যাপারে সোনামুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি জানা গেছে যাওয়ার সময় ঘরে থাকা পাঁচ লক্ষ টাকা সহ স্বর্ণালংকার বর্ষা নিয়ে যায়। বর্ষার স্বামী চার বছর ধরে বিদেশে থাকছেন, এই অবস্থায় হঠাৎ করে পুত্রবধূর নিখোঁজ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দুটা অবুঝ সন্তান নিয়ে রীতিমতো দিশাহীন বয়স্ক ঠাকুমা। এই ঘটনার পেছনে কি রহস্য রয়েছে উদঘাটনের দাবি উঠছে। তবে অনুমান করা যাচ্ছে চলমান সমাজ ব্যবস্থায় পরকীয়া নামক ব্যাধির আরেকটা বহিঃপ্রকাশ সোনামুরার এই তরুণী গৃহবধুর নিখোঁজ হয়ে যাওয়া।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version