সিপাহীজলা জেলার বিভিন্ন মসজিদে কালো বেজ পরিধান করে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রতিবাদে শামিল হলো মুসুল্লিয়ানে কেরাম। শুক্রবার জুম্মার নামাজের পর বিকাল 2 ঘটিকায় বিশ্রামগঞ্জ সদর দপ্তর সংলগ্ন বিভিন্ন মসজিদে মুসল্লিদের প্রতিবাদ করতে শুরু করেন। নলজলা পশ্চিমটিলা মসজিদ,পূর্ব টিলা মসজিদ, ফকিরা মসজিদ,লাঠিয়াছড়া মসজিদ,লাঠিয়াছড়া উত্তর মসজিদ সহ বিভিন্ন মসজিদে কালো বেজ পরে প্রতিবাদ করতে দেখা যায়। তাদের দাবি হলো কেন্দ্রীয় সরকার অবিলম্বে ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে অন্যতায় তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সমাজের বিশিষ্টজনেরা