তেলিয়ামুড়ায় সিপিআইএম-এর বিক্ষোভ মিছিল ও সভা — নেতৃত্বে জিতেন্দ্র চৌধুরী

2 Min Read
তেলিয়ামুড়ায় সিপিআইএম-এর জোরালো প্রতিবাদ মিছিল।  #teliamura #cpim | Tripura News |

তেলিয়ামুড়া, ১০ এপ্রিল:
জনজীবনের জ্বলন্ত সমস্যাগুলির সমাধান দাবিতে আজ তেলিয়ামুড়ায় সিপিআইএম-এর ডাকে একটি বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী।

সাপ্তাহিক হাটবারের দিনে শহরের বাজার এলাকায় মুখরিত মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে বামপন্থী শাখা সংগঠনগুলির একাংশ সক্রিয় অংশগ্রহণ করে। কর্মসূচির সূচনায় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ অংশগুলি পরিক্রমা করে, যা পরে স্থানান্তরিত হয় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সভায়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান। তিনি বলেন, “ক্ষমতায় আসার আগে সরকার যে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল, তার সামান্য অংশও যদি বাস্তবায়িত হতো, তবে আজ ত্রিপুরার এই কঙ্কালসার চেহারা সামনে আসত না।” তিনি আরও দাবি করেন, রাজ্যে একদিকে বেকার সমস্যা, অন্যদিকে মাদকাসক্তির কারণে আর্থ-সামাজিক ব্যবস্থা ভেঙে পড়েছে। গ্রামের মানুষ দিশাহীন, আর স্বল্প সংখ্যক মানুষ ভোটের রায়কে উপেক্ষা করে ক্ষমতায় বসে সংবিধানবিরোধী শাসন চালিয়ে যাচ্ছে।

জিতেন্দ্র চৌধুরী বলেন, “আজকের মিছিল কতটা দীর্ঘ তা নয়, বরং এর অন্তর্নিহিত শক্তি হল সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন।” তিনি সমস্ত স্তরের জনগণকে ভবিষ্যতের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমা সম্পাদক সুভাষ নাথ, রাজ্য নেতা হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস সহ বিভিন্ন গণ সংগঠনের নেতৃত্ব ও উল্লেখযোগ্য সংখ্যক কর্মী-সমর্থক।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version