পার্শ্ববর্তী বাড়ি গৃহবধূকে মারধোর করার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবিতে বিশালগড় থানা ঘেরাও করলো আক্রান্ত গৃহবধূর সদস্যরা বুধবার দুপুর। জানাযায় মঙ্গলবার পারিবারিক কোনো এক বিষয়কে কেন্দ্র করে ঘনিয়ামাড়া পঞ্চায়েত টিলা এলাকার পুলিশ কর্মী ছাব্বির হোসেন ও তার সহধর্মীনে মিলে পার্শ্ববর্তী গৃহবধূ রোজিনা আক্তার কে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেদড়ক মারধোর করেন। আক্রান্ত গৃহবধূকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে। এদিকে বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত ছাব্বির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন। উক্ত বিষয়ে বিশালগড় থানায় মামলা পাল্টা মামলা হয়। বিশালগড় থানায় ছাব্বির হোসেনের বিরুদ্ধে মামলা গ্রহণ করে পুলিশ যার মামলা নাম্বার 28/2025 BLG। অভিযুক্তকে মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানা থেকে জামিনে ছেড়ে দেন বিশালগড় থানা পুলিশ। এদিকে অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ার খবর পেয়ে জিবিপি হাসপাতাল থেকে আক্রান্ত গৃহবধূ এবং তার পরিবারের সদস্যরা বিশালগড় থানা মূল ফটক সামনে বসে পড়ে এবং থানা ঘেরাও করেন। তাদের দাবি পুলিশ মোটা অংকের টাকার বিনিময়ে ছাব্বির হোসেন ওরফে লিটন মজুমদারকে ছেড়ে দিয়েছেন। পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন। উক্ত বিষয়টি নিয়ে আক্রান্ত মহিলার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এদিকে থানার মূল ফটকের সামনে আবার অসুস্থ হয়ে পড়েন আক্রান্ত গৃহবধূ রোজিনা আক্তার। তাকে দ্রুত বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যায় অগ্নিনির্বাপক দপ্তরে কর্মীরা। মুহূর্তের মধ্যে থানা চত্বরের সামনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে