সিপিআইএম-এর নতুন সাধারণ সম্পাদক এম এ বেবি, সীতারামের উত্তরসূরি হলেন কেরলের বর্ষীয়ান নেতা

1 Min Read

মাদুরাইয়ে আয়োজিত ২৪তম পার্টি কংগ্রেসে দীর্ঘ আলোচনার পরে সিপিআইএম-এর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কেরলের বর্ষীয়ান নেতা এম এ বেবি। ১৬ জন পলিটব্যুরো সদস্যের মধ্যে ১১ জনের সমর্থন নিয়ে তিনিই দেশের বাম রাজনীতির ব্যাটন হাতে তুলে নিলেন। সীতারাম ইয়েচুরির স্থলাভিষিক্ত হলেন মারিয়াম আলেকজান্ডার বেবি।কেরলের কোল্লাম জেলার বাসিন্দা বেবি ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় জেল খেটেছেন। এরপর ১৯৮৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কেরলের শিক্ষামন্ত্রীর দায়িত্বও সামলেছেন।তবে এই নির্বাচন ঘিরে সিপিআইএম-এর অভ্যন্তরে মতবিরোধও প্রকাশ্যে এসেছে। একাংশের মতে, সাধারণ সম্পাদক নির্বাচনের মধ্য দিয়ে আবারও কেরল ও বাংলার বাম রাজনীতির বিভাজন স্পষ্ট হল। বাংলার পলিটব্যুরো সদস্যরা এম এ বেবির পরিবর্তে কিষাণ সভার সর্বভারতীয় সভাপতি অশোক ধাওয়ালের নাম সমর্থন করেছিলেন। এমনকি, জানা যাচ্ছে মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র ও রামচন্দ্র ডোম বেবির বিরুদ্ধে ভোট দিয়েছেন।তৃতীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে মহম্মদ সেলিমের নামও উঠে আসে, তবে তিনি রাজ্য সম্পাদক পদে থেকেই সংগঠনের কাজ চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন।নতুন সাধারণ সম্পাদক হিসেবে এম এ বেবির নির্বাচনের মাধ্যমে বাম রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হল। এখন দেখার, তিনি কীভাবে দলকে নতুন গতিপথে এগিয়ে নিয়ে যান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version