মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ, চলবে টানা অভিযান

1 Min Read

রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের অবৈধ নেশা সামগ্রির আটকসহ নেশা সামগ্রী পাচারের সাথে যুক্ত ব্যক্তিদের ধরপাকড় চলছেই। একই রকম ভাবে গত রাতে গোপন খবরের ভিত্তিতে বটতলা বাজার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক নেশা বিক্রেতাকে আটক করতে সক্ষম হয় আগরতলা পশ্চিম থানার পুলিশ। গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় দাবি করেন বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ আটক করা ব্যক্তি হচ্ছে মঙ্গলদীপ বিশ্বাসকে।তার কাছ থেকে ২০০০ ইয়াবা ট্যাবলেট, ১১. ৫৭ গ্রাম ব্রাউন সুগার এবং আটশ টাকা নগদ উদ্ধার হয় । অভিযুক্ত মঙ্গলদ্বীপ বিশ্বাসের বাড়ি জয়নগর হলেও সে বর্তমানে ইন্দ্র নগরে বসবাস করে। পাশাপাশি পুলিশ অফিসারের বক্তব্য অনুযায়ী বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেট এর বাজার মূল্য আড়াই লক্ষাধিক টাকা হবে। পুলিশ আধিকারিক জানান তার আগেও মঙ্গল দীপ পুলিশের হাতে ধরা পড়েছিল ২০২৩ সালে। তাকে এনডি পি এস মামলায় আটক করা হয়েছিল। বর্তমানে মামলাটি বিচারাধীন ।ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ধারা অনুযায়ী আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে দাবি করার পাশাপাশি সদর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন আগামী দিনেও এই প্রকারের অভিযান নিরন্তর ভাবে চলবে।

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version