শাসক দলের সাইকেল মেকানিক ও তার পরিবারের উপর আক্রমণ

2 Min Read

শাসক দলের তকমা লাগিয়ে মিথ্যে অভিযোগ তুলে সাইকেল মেকানিক ও তার পরিবারের উপর আক্রমণ,থানায় মামলা।
শাসক দল বিজেপির তকমা লাগিয়ে নিরীহ সাইকেল মেকানিক ও তার স্ত্রীর উপর আক্রমণ এক ব্যক্তির।পরবর্তীতে থানায় মামলা।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা থানাধীন তারকপুরে।জানা গেছে,শনিবার সকাল এগারোটা নাগাদ তারকপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঞ্জন ধর কদমতলা থানায় একাধিকবার ফোন করে জানায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা সাইকেল মেকানিক জামিনী দাস তার সাইকেল দোকানের আড়ালে গাঁজা বিক্রি করছে।একাধিকবার ফোন পেয়ে স্থানীয় থানার এএসআই ধন্য মানিক্য চাকমা দলবল নিয়ে ওই দোকানে গিয়ে তল্লাশি চালালেও কিছুই পাননি।এদিকে পুলিশের তল্লাশি চলাকালীন সময় অঞ্জন ধর সাইকেল মেকানিক জামিনী দাসকে মারধর করতে শুরু করে বলে অভিযোগ।তাছাড়া সাইকেল মেকানিকের শরীরের জামাকাপড়ও ছিঁড়ে ফেলে।তখন স্বামীর উপর আক্রমণ দেখে তাকে বাঁচাতে আসলে স্ত্রী নন্দিতা দাসকেও প্রচন্ডভাবে মারধর করে ওই ব্যক্তি বলে অভিযোগ।এমনকি তার কানের স্বর্ণের দুল হারিয়ে যায় ও পড়নের শাড়ি কাপড় ছিঁড়ে ফেলে ওই ব্যক্তি বলে অভিযোগ।এদিকে অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে আক্রান্ত সাইকেল মেকানিক ও তার স্ত্রী কদমতলা থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন।আক্রান্ত স্বামী-স্ত্রী জানান,অঞ্জন ধর তারকপুর গ্রামে সাধারণ মানুষের সাথে অকারনে ঝামেলা পাকিয়ে আসছে।সে বলে বেড়ায়,সে নাকি সিপিআই(এম) আমলেও গুন্ডা ছিল আর এখন বিজেপি আমলেও তার প্রভাব অনেক দূর।তারা আরো জানান,ষড়যন্ত্র করে তাদের উপর মিথ্যে অপবাদ দিয়ে যেমনটা মানসম্মানে আঘাত আনা হয়েছে তেমনি প্রচণ্ড ভাবে তাদেরকে মারধরও করেছে ঐ ব্যক্তি।তাই তারা গোটা ঘটনার সঠিক তদন্ত ক্রমে অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version