পুলিশের কঠোর হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি !! TISF-অরাজগতা

1 Min Read

বিশ্রামগঞ্জ থানাধীন রাজা চৌমুহনীতে ফের অবরোধ!পুলিশের কঠোর হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি!!

বিশ্রামগঞ্জ রাজা চৌমুহনীতে TISF-অরাজগতা,দ্বিতীয় দিনের সড়ক অবরোধ, ভোগান্তির শিকার জনগণ!
জন সাধারণকে চরম অসুবিধায় ফেলে দ্বিতীয় দিনে শনিবার সকালে বিশ্রামগঞ্জ রাজা চৌমুহনী এলাকায় আগরতলা সোনামুড়া সড়ক অবরোধে বসলো ত্রিপা মথা দলের সংগঠন TISF। ককবরক ভাষায় রোমান্স স্ক্রিপ্টের দাবিতে শুক্রবার সারা রাজ্যে সড়ক অবরোধ করে এক অরাজকতা কায়েম করেছিলেন।কেন্দ্রীয় সরকারের সাথে তিপা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার সাথে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখে শুক্রবার থেকে সারা রাজ্যে দলীয় কর্মীদের লেলিয়ে সড়ক অবরোধ করেছিলেন। এই সড়ক অবরোধে বিভিন্নভাবে ভোগান্তির শিকার হয়েছিলেন তাদের জনগণ। ঠিক তেমনি পুনরায় শনিবার সকাল বেলায় বিশ্রামগঞ্জ মাস্টারপাড়া এলাকায় সড়ক অবরোধে বসেন। বিভিন্ন অফিস আদালতে যাওয়ার পথে কর্মচারীরা দীর্ঘ সময় আটকে পড়ে। খবর পেয়ে ঘঠনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তবে আজ পুলিশ একটু অন্য মেজাজে সড়ক অবরোধস্থলে পৌঁছে রাস্তায় রাখা ইট গাছের লগ ফেলে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেন। আর তাতেই শুরু হয় ধুনধুমার কান্ড।শেষ পর্যন্ত পুলিশ সড়ক অবরোধ তুলে সড়ক স্বাভাবিক করেন। তবে একাংশ জনগনের অভিযোগ সড়ক অবরোধ কি সমস্ত সমস্যার সমাধান? প্রশ্ন আছে উত্তর দেওয়ার কেউ নেই

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version