বড়পাথরি পূজার বাসন ধুতে গিয়ে জলে ডুবে মৃত্যু

1 Min Read
বিলোনিয়া বড়পাথরি পূজার বাসন ধুতে গিয়ে ঘটনা নাম জীবন সূত্রধর। বয়স আনুমানিক চল্লিশ।

বিলোনিয়া বড়পাথরি পূজার বাসন ধুতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যাক্তির

পুকুরের জলে পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনা রাজনগর পিআর বাড়ি থানাধীন বরপাথরি এলাকায়। মৃত ব্যক্তির নাম জীবন সূত্রধর। বয়স আনুমানিক চল্লিশ। জানা যায় রবিবার দুপুর দেড়টা নাগাদ বড়পাথরী মোটরস্ট্যান্ড সর্বজনীন দুর্গাপূজায় ব্যবহৃত বিভিন্ন বাসনপত্র পুকুরের জলে পরিস্কার করতে গিয়ে পুকুরের জলে তলিয়ে যায়। আশেপাশের লোকজন ঘটনা পরিলক্ষিত করে শুরু করে চিৎকার চেঁচামেচি। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে পুকুরের জল থেকে উদ্ধার করে নিয়ে যায় বড়পাথড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসক জীবন সূত্রধরকে মৃত বলে ঘোষণা করে। জীবন সূত্রধরের মৃতদেহ বর্তমানে বড়পাথড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই রয়েছে। এদিনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সহ নেমে এসেছে শোকের ছায়া

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version