তেলিয়ামুড়া দুর্গাপূজা দেখতে গিয়ে নাবালিকা ধর্ষণ

1 Min Read
দূর্গা পূজায় গিয়ে না বা লি কা ধ র্ষ ণ ঘটনা তেলিয়ামুড়া | Teliamura | Planet Tripura News

রাজ্য জুড়ে মানুষ জন যখন দেবী বন্দনায় মাতোয়ারা, ঠিক সেই সময় ১২ বছর বয়সী এক নাবালিকা ধর্ষণের শিকার। ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়।

নাবালিকা কন্যা সপ্তমীর রাতে তার এক নিকট আত্মীয়ার সঙ্গে দুর্গাপূজা দেখতে বের হয়েছিলো, পূজা দেখে বাড়ি ফেরার পথে চাকমাঘাটে’র তুইমধু এলাকায় সুজিত দেববর্মা নামের এক যুবক নাবালিকা সহ তার নিকট আত্মীয়ার পিছু নেয়। শেষ পর্যন্ত তুইমধু স্কুল সংলগ্ন এলাকাই আসতেই ওই নাবালিকাকে জোরপূর্বক সুজিত দেববর্মা তুলে নিয়ে যায় এবং রাতভর ধর্ষণ করে বলে অভিযোগ। যদিও পরবর্তীতে অষ্টমীর রাতে অর্থাৎ শুক্রবার রাত আনুমানিক আটটা নাগাদ এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ জমা করলে পুলিশ তৎপরতার সাথে ধর্ষক সুজিত দেববর্মা’কে পাকড়াও করতে সক্ষম হয়। এ বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক পান্নালাল সেন |

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version