ICFAI University Tripura : দুর্গা প্রতিমার বিতর্ক কি আমাদের শিক্ষা দেয়?

2 Min Read

ইকফাই ইউনিভার্সিটি: দুর্গা প্রতিমার বিতর্ক কি আমাদের শিক্ষা দেয়?

দুর্গা প্রতিমার বিকৃত ছবি দিয়ে নিজেদের বাণিজ্যিক প্রচার করল ইকফাই ইউনিভার্সিটি। দুর্গা প্রতিমার ১০ হাতের সুসজ্জিত অস্ত্রের পরিবর্তন করে দিল ইকফাই। একই সাথে পরিবর্তন করা হয়েছে ত্রিশূলসহ মায়ের দৈহিক গঠনের। দুর্গা প্রতিমার এই ধরনের বিকৃত ছবি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয়ভাবে আঘাত দেওয়ার শামিল বলে মনে করছেন ধর্মপ্রাণ মানুষ।ইকফাই ইউনিভার্সিটির ফেসবুক পেইজে দুর্গা প্রতিমার একটি ছবি পোস্ট করা হয়েছে। ইতিহাস এবং ধর্মীয় গ্রন্থ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্গা প্রতিমার হাতে ছিল দেবতাদের দেওয়া অস্ত্রশস্ত্র, যা দিয়ে তিনি অসুর নিধন করেছিলেন। সেই অস্ত্রগুলোর নাম হলো ত্রিশূল, তীর-ধনুক, গদা, সর্প, শঙ্খ, ঘণ্টা, পদ্ম, তলোয়ার, বজ্র এবং চক্র। অথচ ইকফাই ইউনিভার্সিটি তাদের ফেসবুক পেইজে প্রচার করা দুর্গা প্রতিমার দশ হাতে গ্লোব, স্কেল, বই, কম্পাস, পেন্সিল, মাইক্রোস্কোপ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লোগো এবং অন্যান্য সামগ্রী দেখিয়েছে। প্রশ্ন উঠছে দেবীর হাতের এই অস্ত্রশস্ত্রগুলো পরিবর্তন করে নিজেদের বাণিজ্যিক প্রচারে দুর্গা প্রতিমার বিকৃত ছবি ব্যবহার করার কি কারণ দেখিয়েছে ইকফাই ইউনিভার্সিটি? যে প্রতিমার সাথে অগণিত মানুষের ধর্মীয় আস্থা ও ভাবাবেগ জড়িত রয়েছে, সেই ধর্মীয় আস্থা এবং ভাবাবেগকে চ্যালেঞ্জ জানিয়ে নিজেদের প্রচারে নেমে পড়ল এই বিশ্ববিদ্যালয়। প্রশ্ন উঠছে, অন্য কোনো ধর্মের গুরুর ছবি বিকৃত করে এইভাবে প্রচার করার সাহস বিগত দিনে কেন দেখায়নি ইকফাই? আরও প্রশ্ন, তাহলে কি উদ্দেশ্যমূলকভাবেই সনাতন ধর্মাবলম্বী মানুষদের দেব-দেবীকে খাটো করে দেখাতে অথবা মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিতে দুর্গা প্রতিমার বিকৃত ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেছে ইকফাই?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version