রাতের আঁধারে বিষ ঢেলে এক মৎস্য চাষীর পুকুরের চারা পোনা সহ ছোট-বড় মাছ ধ্বংস করে দিল দুষ্কৃতিকারীরা।
ঘটনাটি ঘটেছে বুধবার দিন গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত দুর্গানগর কাঠালিয়াবাড়ী হাসান হোসেন পাড়ায়। অসহায় মৎস্য চাষীর নাম জাহের মিয়া। বৃহস্পতিবার দিন সকাল বেলা পুকুরে এসে দেখতে পান পুকুরের জলে ভেসে উঠেছে ছোট বড় সমস্ত মাছ।। এই দৃশ্য দেখে আঁতকে উঠেন মৎস্য চাষী জাহের মিয়া। তিনি আরো জানান তাদের বাবা কাকা অনেকজন রয়েছে সংসারে। প্রতি ছয় বছর অন্তর অন্তর একেক বার এক একজনের উপর দায়িত্ব পড়ে চাষ করার। বলতে গেলে ভাগ বাটোয়ারার অর্থাৎ শেয়ারের পুকুর। ঘটনাটি জানাজানি হতেই সকালবেলা গ্রামের মানুষ ছুটে আসে জাহের মিয়ার পুকুরের পাড়ে এবং দুঃখ প্রকাশ করে। ঘটনাটি জানানো হয় বিশালগড় থানায়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে গিয়েছে। তবে কারোর নামধাম জানাতে পারেনি জাহের মিয়া। কারণ তিনি কাউকে দেখেননি পুকুরে বিষ ঢেলে দিতে। বিশালগড় থানার পুলিশ ও ঘটনাটি তদন্ত করছে। মহা সপ্তমীর সকালে দুর্গানগর হাসান হোসেন পাড়ার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কারণ জাহের মিয়া এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। কোন শত্রু নেই তার। এরপরেও কে বা কাহারা কেন যে এই ভাবে পুকুরের সমস্ত মাছ বিষ ঢেলে ধ্বংস করে দিল সেই বিষে কিছুই বুঝে উঠতে পারছেন না অসহায় মৎস্য চাষী জাহের মিয়া। দুহাত আকাশের দিকে তোলে আল্লাহর কাছে বিচার চেয়েছেন অসহায় মৎস্য চাষী জাহের মিয়া।