কদমতলা বিতর্ক: কি বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন?

2 Min Read
কদমতলা বিতর্ক: কি বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ? | Planet Tripura News

Kadamtala Tripura : 07.10.2024 উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এবং কদমতলা রাজ্যব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন দাবি করেছেন গতকাল কদমতলাতে যে ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ পূর্ব পরিকল্পনার ফসল। তিনি বলেন আক্রমণ ও পাল্টা আক্রমণে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কদমতলা। ঘটনার মূলে রয়েছে চাঁদার জুলুমবাজি। স্থানীয় ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা এক মুসলিম গাড়ি আটক করে বল পূর্বক চাঁদা আদায় করতে গিয়েই ঘটে এই চরম বিপত্তি। মারধরের অভিযোগও উঠে ইন্ডিয়ান ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। এর পর থেকেই সমস্ত মুসলিম অংশের উত্তেজিত জনতা রবিবার দুপুরে বাজারে হালকা ভাংচুর চালায়। তারপর সমস্ত বিকেল পুলিশে ব্যর্থতার কারণে কাটলেও সন্ধ্যা হতেই ফের উত্তেজিত মুসলিম জনগণ কদমতলা বাজারের দখলে এবং রাতভর ধ্বংসলীলা চালায়। গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এবং কদমতলা রাজ্যব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইতিমধ্যে সংশ্লিষ্ট অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন যথেষ্ট হোমওয়ার্ক করে ময়দানে অবতীর্ণ। কি অবস্থায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তিত্বরা নিজের নিজের মতো করে গোটা ঘটনার পরিপ্রেক্ষিত তুলে ধরছেন। এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন দাবি করেছেন গতকাল কদমতলাতে যে ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পনার ফসল। শ্রী রায় বর্মণ দাবি করেন গন্ডা ছড়াতে চেষ্টা হয়েছিল সফল হয়নি, রানির বাজারে চেষ্টা করা হয়েছিল সফল হয়নি, এর পরিপ্রেক্ষিতে আরো একবার কদমতলাতে চেষ্টা করা হয়েছে বা হচ্ছে বলে সুদীপ রায় বর্মনের স্পষ্ট বক্তব্য। এই বিষয়ে বিধায়ক শ্রী রায় বর্মন দাবি করেন গতকাল দুপুর থেকে যে ঘটনার শুরু হয়েছে সেই ঘটনা পুলিশ নিয়ন্ত্রণ করতে পারত ইচ্ছে করলে/ কিন্তু যেহেতু পুলিশের হাত-পা বাধা পুলিশ যেহেতু মেরুদন্ডহীন হয়ে রয়েছে তার জন্য ঘটনা এতদূর গরিয়েছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সুদীপ রায় বর্মন আজ আরো একবার রাজ্যের শাসক দল তথা বর্তমান সরকারকে ব্যাপকভাবে দোসলেন এবং দাবি করেছেন এই সরকার তথা শাসক দল বিভিন্নভাবে ধর্মের নামে সম্প্রদায়িকতার বীজ বপন করে চলেছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version